Monday 23 September 2019

বিচারের দাবিতে থানা ঘেরাও করল বানরের দল ( ভিডিও সহ)


স্টাফ রিপটার যশোরঃ
যশোরে কেশবপুরে বিরল প্রজাতির কালোমুখ একটি হনুমান আহত হওয়ার প্রতিবাদ জানাতে থানা ফটকে অবস্থান করেন একদল হনুমান।

এতো দিন আমরা দেখেছি, মানুষ দলবদ্ধ হয়ে থানা ঘেরাও করে।  কিন্তুু বানর যে থানা ঘেরাও করে, সেটা জানা ছিলনা, ঠিক এমনি ঘটনা ঘটেছে যশোরের কেশবপুর থানায়।
রোববার দুপুরে কেশবপুর থানার প্রধান ফটকে অবস্থান নেয় হনুমান দল। এক পর্যায়ে এরা ডিউটি অফিসারের কক্ষে ঢুকে পড়ে।
থানার অফিসার ইনচার্জ মো. শাহিন সাংবাদিকদের জানান, একটি মা হনুমান কোলে বাচ্চা নিয়ে প্রথমে থানায় আসে। বাচ্ছাটিকে মারপিট করে কে বা কারা আহত করেছে। তিনি বাচ্চাটির অবস্থা দেখে অনুধাবন করেন। এর পরপরই প্রায় ২০ থেকে ২৫টি হনুমান দলবদ্ধভাবে থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। পরে এরা ডিউটি অফিসারের কক্ষে অবস্থান যায়।
থানার অফিসার ইনচার্জ হনুমানদের বুঝাতে সক্ষম হন যে হামলাকারীদের বিষয়ে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। এরপর কিছু শুকনো খাবার দিলে ঘন্টাখানেক অবস্থানের পর তারা চলে যায়।
কেশবপুর উপজেলা বন কর্মকর্তা আব্দুল মোনায়েম হোসেন জানান, শহর ও শহরতলীতে প্রায় ৫ শতাধিক হনুমান রয়েছে। তাদের জন্য প্রতিদিন মাত্র ৩৫ কেজি কলা , ২ কেজি বাদাম ও ২ কেজি পাউরুটি দেয়া হয়। যা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল।

Sunday 22 September 2019

ডিসেম্বরে ৬১ হাজার পদে প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে !! !

শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিকে নতুন করে ৬১ হাজার পদ সৃষ্টি করেছে সরকার। ডিসেম্বরেই আসছে নিয়োগ বিজ্ঞপ্তি। নতুন এই ৬১ হাজার পদ আগামী ২০২৩ সালের মধ্যে পূরণ করা হবে।

প্রথমবারের মতো এবারই নারীদের প্রাথমিকে শিক্ষক হওয়ার যোগ্যতা স্নাতক নির্ধারণ করা হয়েছে।
শিক্ষাবিদরা বলছেন, প্রাথমিকে কাঙ্খিত ফল পেতে নিয়োগ পক্রিয়া রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এবং নিয়োগের পরে শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের বিষয়টি নিশ্চিত করতে হবে।

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৬০১টি। যেখানে প্রায় ২ কোটি ১৯ লাখ শিক্ষার্থীর পেছনে আছেন ৩ লাখ ২২ হাজার শিক্ষক। সেই হিসেবে প্রায় ৬০ জন শিক্ষার্থীর পেছনে রয়েছেন ১ জন শিক্ষক।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীর এই অনুপাত সার্বিক প্রাথমিক শিক্ষার পাঠদানে প্রভাব পড়ছে। এ কারণে স্কুলে কাঙ্খিত শিক্ষা না পেয়ে শিক্ষার্থীরা হচ্ছে কোচিংমুখী। এছাড়া যেসব প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির পাঠদান চালু হয়েছে, সেসব স্কুলে বিদ্যমান শিক্ষকদের পাঠদান করাতেও বেগ পেতে হচ্ছে।’
বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে তাই সরকারি প্রাথমিকে নারী-পুরুষ উভয়েরই স্নাতক বাধ্যতামূলক করে নতুন ৬১ হাজার পদ সৃষ্টি করেছে মন্ত্রণালয় জানান তিনি।

"মিসেস বাংলাদেশ" হলেন অবনী !


স্টাফ রিপটার, বগুড়াঃ  বাংলাদেশের বিবাহিত নারীদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘মিসেস বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মুনজারিন অবনী।

সেরা দশে অন্য প্রতিযোগীরা ছিলেন- আফরিন আনিস রহমান, সুমা নুসরাত, মাটি সিদ্দিকী, মনিয়া, আবাফা দিলশা, রুমানা, সনজিদা, রাবেয়া ও সামান্তা।

‘বায়োজিন কসমেসিউটিক্যালস মিসেস বাংলাদেশ-২০১৯’ শিরোনামের এ প্রতিযোগিতার আয়োজক অপূর্ব আব্দুল লতিফ বলেন, “বাংলাদেশে মেধাবী ও বিবাহিত নারীদের নিয়ে উল্লেখযোগ্য তেমন কিছু হয়নি। সেই তাগিদেই এমন একটা আয়োজন করা। নারী শক্তি ও নারী জাগরণকে একধাপ এগিয়ে দেয়ার লক্ষ্যেই এ আয়োজন।”

চ্যাম্পিয়ন হওয়া অবনী আগামী নভেম্বরে আমেরিকা মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিয়ে করে বর নিয়ে বাবার বাড়ি ফিরলো কনে, (ভিডিও সহ)


স্টাফ রিপোর্টার ,বগুড়াঃ
 নতুন বিয়ে করতে সাধারণত ধুমধাম করে বর কনের বাড়িতে যায় বরযাত্রী নিয়ে। বরযাত্রী আর কনে পক্ষের আত্মীয়-স্বজনদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে বিয়েবাড়ি। বিয়ের আনুষ্ঠানিকতা সেরে বউ নিয়ে বাড়ি ফেরে বর। এই চিরাচরিত রীতি ভেঙে এবার বিয়ে করে বর নিয়ে বাবার বাড়ি ফিরেছেন কনে। নতুন নিয়মে বিয়ে।তাই ছেলে পক্ষের আত্মীয়-স্বজন আগ্রহ ভরেই এসেছেন দাওয়াত খেতে। জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠক, সুধিজন সবার মধ্যেই ছিল আলাদা কৌতুহল। বিয়েতে ৫০ হাজার টাকা দেনমোহর নির্ধারিত হয়ে বিয়ের মাহফিলেই তা পরিশোধ করেন বরপক্ষ।

Friday 20 September 2019

শেখ হাসিনার কৌশলে ‘হতভম্ব’ বিএনপি




দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ডেঙ্গু মোকাবেলায় সরকারের ব্যর্থতা, প্রিয়া সাহার ঘটনা ইত্যাদি নানা ইস্যুতে সরকার জনরোষ তৈরি হচ্ছিল। সরকার যখন নানা ইস্যুতে কোনঠাসা তখন এই সুযোগকে কাজে লাগিয়ে সরকারকে আরও চাপে ফেলার কৌশল নিয়েছিল বিএনপি। পরপর দুটি স্থায়ী কমিটির বৈঠকে নতুন করে আন্দোলন শুরু করার পরিকল্পনা এঁটেছিল বিএনপি। আর সেই আন্দোলন শুরু করার জন্য মাত্র দুই সপ্তাহ আগে দাতা দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ও করেছিল দলটি। বর্তমান সরকারের বিরুদ্ধে একরাশ অভিযোগও পেশ করা হয়েছিল।
সরকারের বিরুদ্ধে নতুন করে আন্দোলনের জন্যই বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে আন্দোলনের জন্য বিএনপি কিছু কর্মসূচী গ্রহণ করেছিল। একই সঙ্গে সাংগঠনিকভাবে নিজেদেরকে সংগঠিত করতে ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিএনপির কাউন্সিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। অর্থাৎ বিএনপি নিজেদের গুছিয়ে নেওয়া ও জনগণের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করেছিল। সেসময়ই দাবার ছক উল্টে দিলেন শেখ হাসিনা।
ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে অপসারণ, যুবলীগের প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার, ক্যাসিনো বন্ধের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সাড়াশি অভিযান এবং আওয়ামী লীগের মধ্যে শুদ্ধি অভিযানে কেবল আওয়ামী লীগের মধ্যেই অস্বস্তি তৈরি হয়নি বিএনপিতেও টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের দৃষ্টি এখন আর বিএনপির আন্দোলনের দিকে নেই। খালেদা জিয়ার মুক্তি নিয়েও কারও কোন মাথা ব্যাথা নেই। এমনকি দীর্ঘ ২৭ বছর পর কাউন্সিলে ভোটের মাধ্যমে ছাত্রদলের নতুন নেতা নির্বাচনের মতো বড় খবরটিও মানুষের নজরে আসেনি। সবকিছু ছাপিয়ে শেখ হাসিনার সাহসিকতা এবং আওয়ামী লীগের শুদ্ধি অভিযানের দিকেই মানুষের দৃষ্টি। এর মাধ্যমে আওয়ামী লীগ তার হারানো জনপ্রিয়তা পুনরুদ্ধারে যেমন সফল হয়েছে , তেমনি বিরোধীদলের পরিকল্পনাকেও তছনছ করে দিয়েছে।
শেখ হাসিনার নেবোয়া সর্বশেষ সাহসি কৌশলে হতবাক হয়ে পড়েছে বিএনপি। দলটির একাধিক শীর্ষ নেতা নিজেদের হতাশার কথা জানিয়েছেন। বিএনপির একজন নেতা বলেছেন, আমরা সর্বাধুনিক ডিজিটাল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ভোট করে ছাত্রদলের নেতৃত্ব নির্বাচন করলাম, অথচ এই খবরটিও আড়ালে চলে গেল ক্যাসিনো আভিযানের খবরে।
বিএনপির ওই নেতা আরও বলেন, আমরা যখন নিজেদের গুছিয়ে নিয়ে সংগঠিত করছি, সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার প্রস্তুতি শুরু করেছি এবং কিছু কর্মসূচী দিয়েছি তখনই শেখ হাসিনা এই কৌশলে আমাদের বিভ্রান্ত করে দিয়েছে। এর ফলে জনগণ আমাদের দিক থেকে আরেকবার মুখ ফিরিয়ে নিয়ে আওয়ামী লীগের ভেতরে কী হচ্ছে, শেখ হাসিনা কী করছেন তা নিয়েই চর্চা শুরু করে দিয়েছে। দেশের আলোচনার কেন্দ্রে এখন আওয়ামী লীগের শুদ্ধি অভিযান। কাজেই খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করার সম্ভাবনা এখন আর নেই।

Thursday 19 September 2019

ফেসবুকের বিকল্প ‘হার্টসবুক’ চালু হলো বাংলাদেশে !


সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকের পাশাপাশি যুক্ত হলো ‘হার্টসবুক’ (heartsbook.com) বা এইচবি। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে সামাজিক যোগাযোগের মাধ্যমটির উদ্বোধন করেন এর চেয়ারম্যান এবং সিইও মেজবাহ্ উদ্দিন সরকার রুবেল।উদ্বোধনের সময় হার্টসবুকের চেয়ারম্যান অ্যান্ড সিইও মেজবাহ্ উদ্দিন সরকার রুবেল বলেন, বিশ্বে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে হার্টসবুক (heartsbook.com) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একজন ফেসবুক ইউজারের বন্ধু সংখ্যা ৫ হাজার পর্যন্ত সীমাবদ্ধ। অথচ হার্টসবুকে একসঙ্গে ১০ হাজার বন্ধু বানানো যাবে।

এছাড়াও লাইভ ভিডিও এবং ওয়েব সিস্টেম রয়েছে হার্টসবুকে। যে কোনো স্মার্ট ফোনের গুগল প্লে স্টোর থেকে (heartsbook.com) লিখে সার্চ দিয়ে অ্যাপটি ডাউনলোডের পর সাইনআপ করে সহজেই হার্টসবুক ব্যবহার করা যাবে।এক প্রশ্নের জবাবে হার্টসবুকের সিইও বলেন, এটা শতভাগ নিরাপদ। কোনো রকমের তথ্য চুরির সম্ভাবনা নেই। সেভাবেই এটা তৈরি করা হয়েছে। বাংলাদেশে আজকে চালু হলে। ধীরে ধীরে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। ফেসবুকের মতোই হার্টসবুক বা এইচবিতে আছে লাইক, কমেন্ট ও শেয়ারিং সিস্টেম। হার্টসবুকে টিভি দেখার পাশাপাশি আরও থাকছে মেসেঞ্জার, ছবি, অডিও এবং ভিডিও পোস্ট করার সুযোগ।

যে কাজ করলে কেউ আপনার ফেসবুক হ্যাক করতে পারবে না !


আমাদের সবার প্রিয় স্যোসাল মিডিয়া ফেসবুক, এখানে আমাদের ব্যক্তিগত অনেক তথ্য থাকে।  সেই তথ্য যদি অন্যের হাতে চলে যায়, তাহলে আমাদের বিপদ ঘটতে পারে। কোন হ্যাকার যেন আমাদের  ফেসবক আইডি হ্যাক করতে না পারে,  সেই ব্যবস্থা আমাদের আগেই করতে হবে। এই জন্য ফেসবুক টু স্টেপ ভেরিফিকেশন করতে হবে।
ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন অ্যাকটিভ করবেন